নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বভার গ্রহন করলেন নবনিযুক্ত বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
২৯ সেপ্টেম্বর, রবিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে নবনিযুক্ত কমিশনারের যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দায়িত্বভার গ্রহণ করে তিনি বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এর আগে তিনি বরিশালে পৌঁছে বিএমপি’র নিজ কার্যালয়ে পরিদর্শনে যান। তখন বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এবং সেখানে নবনিযুক্ত পুলিশ কমিশনার কে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।