বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভূয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উলানিয়া বাজারের সান্তনা ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুন নবী। তিনি বলেন, অভিযানে ওই ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার মুনতাকা ডিলশান ঝুমাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে তিনি যে একজন চিকিৎসক তার কোনো প্রমানাদি দেখাতে পারেনি। সাধারণ মানুষের সাথে সে প্রতারণা করে আসছিলো চিকিৎসক পরিচয় দিয়ে। তাকে ১ লক্ষ টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো: আমারুল্লাহ উপস্থিত ছিলেন।