নিজস্ব প্রতিবেদক : বরিশালে ইয়াবাসহ এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাশাপাশি গ্রেপ্তার হওয়া কারারক্ষীর সাথে থাকা অপর এক কারারক্ষীকে কারা কতৃপক্ষের জিম্মায় দেওয়া হবে বলে জানা গেছে।
২২ মার্চ ,মঙ্গলবার রাতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া জিরো পয়েন্ট থেকে নাঈম ও হাসনাইন নামের দুই কারারক্ষীকে আটক করা হয়। মো: নাঈম ও হাসনাইন বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত।
সম্পর্কিত পোস্ট
বরিশাল বন্দর থানা পুলিশের ওসি মো: আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কারারক্ষী নাঈম ও হাসনাইনকে আটক করা হয়। হাসনাইনের কাছ থেকে ইয়াবা না পাওয়া গেলেও নাঈমের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে সেবনের জন্য এই ইয়াবা তার কাছে ছিলো। এই ঘটনায় নাঈমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং হাসনাইনকে কারা কতৃপক্ষের জিম্মায় দিয়ে দেওয়া হবে বলে জানান ওসি।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, বিষয়টি আমরা শুনেছি। এই ঘটনায় নাঈমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বরখাস্ত করা হবে।
পাশাপাশি হাসনাইনের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।