নিজস্ব প্রতিবেদক: বর্নাঢ্য আয়োজনে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টেলিভিশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে বরিশালে।
বুধবার রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির শহীদ জননী সাহান আরা বেগম হলে কেক কেটে নাগরিক টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি ও গবেষক আনিসুর রহমান খান স্বপন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিণ, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী জসীম, সুশান্ত ঘোষ, বর্তমান সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সোহেল রানা, বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়, সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক শামীম আহম্মেদ।
ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ডেপুটি রেজিস্ট্রার মেহেদি শুভ, টেলিফিল্ম ডিরেক্টর সুব্রত সঞ্জীব, বরিশাল খ্রীষ্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, বিডি নিউজের বরিশাল প্রতিনিধি সাঈদুজ্জামন মেমন, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, বাংলাভিশনের বরিশাল প্রতিনিধি শাহিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ এর বরিশাল প্রতিনিধি মইনুল ইসলাম সবুজ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার, বরিশাল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, ঢাকা পোস্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল, ঢাকা টাইমস এর বরিশাল প্রতিনিধি এস এন পলাশ, ঢাকা মেইলের বরিশাল প্রতিনিধি শাওন খান, চ্যানেল আই এর বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার আলামিন জুয়েল, দৈনিক যুগান্তরের রিপোর্টার অনিকেত মাসুদ, সময় টিভির রিপোর্টার শাকিল মাহামুদ, ক্যামেরা পার্সন সুজয় দাস, গ্লোবাল টিভির বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান, ডেইলি স্টারের ফটো গ্রাফার টিটু দাস, নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার রাকিব, বরিশাল মহানগর ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি শামিল শাহরোখ তমাল, ভোরের আলো পত্রিকার বার্তা সম্পাদক তন্ময় নাথ, চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন রুহুল আমিন, আলামিন সাগর, বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সুজয় শুভ, হুজাইফা রহমান, দৈনিক দেশজনপদ পত্রিকার ফটোগ্রাফার উজ্জ্বল মুন্সী, সাংবাদিক মহসিন সুজন, রবিউল ইসলাম, জিয়াউল করিম মিনার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাসেল হোসেন, সাংবাদিক জহির রায়হান, শহীদুল্লাহ সুমন, এন আমিন রাসেল, অলিউল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, মাসুম শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে নাগরিক টেলিভিশনের প্রতিষ্ঠাতা প্রয়াত আনিসুল হকের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নাগরিক টেলিভিশন বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি তন্ময় তপু। কেক কাটার পর নাগরিক টেলিভিশনকে বরিশাল প্রতিনিধি তন্ময় তপুর মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা।
সম্পর্কিত পোস্ট