Take a fresh look at your lifestyle.

ব‌রিশা‌লে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জ‌নের প‌রিচয় মি‌লে‌ছে

১৭

নিজস্ব প্রতিবেদক : ব‌রিশা‌লের উ‌জিরপুরের বামরাই‌লে গা‌ছের সা‌থে ধাক্কা লে‌গে বা‌সের ১০ যাত্রী নিহ‌তের ঘটনায় ৮ জ‌নের প‌রিচয় মি‌লে‌ছে। নাম ও প‌রিচয় নি‌শ্চিত ক‌রে‌ছেন উ‌জিরপুর থানা পু‌লিশের ও‌সি আলী আর্শাদ।

নিহতরা হ‌লো, ঝালকা‌ঠি জেলা সদ‌রের নেয়ড়ী এলাকার ম‌নির হো‌সেন হাওলাদা‌রের ছে‌লে আরাফাত হো‌সেন হাওলাদার (৯), পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া উপ‌জেলার টি‌কিকাটা ইউ‌নিয়নের বাঁশকুড়া এলাকার কুদ্দুস আক‌নের ছে‌লে নজরুল ইসলাম আকন (৩৫) ও তার ভাই সা‌কিব আক‌নের স্ত্রী তাজনাহার বেগম (২০), বরগুনা জেলার বেতাগী উপ‌জেলার কা‌জিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছে‌লে হা‌লিম মিয়া (৩১), ফ‌রিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলী মোল্লার ছে‌লে সেন্টু মোল্লা (৫০), ব‌রিশা‌লের বা‌কেরগঞ্জ উপ‌জেলার সুন্দরকা‌ঠি গ্রা‌মের মৃত আবুল কা‌শেম হাওলাদা‌রের ছে‌লে রমজান হাওলাদার (৩৮), ব‌রিশা‌লের উ‌জিরপুর উপ‌জেলার মুন্ডুপাশা গ্রা‌মের মনোরঞ্জন শী‌লের ছে‌লে মাধব শীল (৪৫) ও বরগুনার বামনা উপ‌জেলার ফুলঝু‌ড়ি ইউ‌নিয়‌নের মী‌রের হাওলা গ্রা‌মের তা‌জেম আলী চৌ‌কিদা‌রের ছে‌লে রেজা।

এর ম‌ধ্যে নজরুল ইসলাম আক‌ণের ভা‌ই‌য়ের স্ত্রী তাজনাহার বেগম। সেন্টু মোল্লা দুর্ঘটনা কব‌লিত বা‌সের হেলপার। তি‌নি তিন‌দিন আ‌গে চাকরী‌তে যোগদান ক‌রেন। এছাড়া মাধব শীল বা‌দে সবাই ঘটনাস্থ‌লেই নিহত হ‌য়ে‌ছেন।

Leave A Reply

Your email address will not be published.