নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পশ্চিম বগুড়া রোড অবস্থিত একটি পিকআপ থেকে ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ করা হয়। ঢাকার নবাবগঞ্জ এর নাম সর্বস্ব কারখানা থেকে বরিশালে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসে এক হকার ব্যবসায়ী।
সম্পর্কিত পোস্ট
এ সময়ে বস্তার মধ্যে থাকা নকল রিম লেখা ডিটারজেন্টের প্যাকেটে বিএসটিআই এর নকল লোগো লাগানো থাকে। এসময় বিএসটিআই’র লোগ নকল করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
এসময় অভিযানে সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সাথে আর্মড ব্যাটালিয়ন পুলিশ ও অভিযানে অংশ গ্রহন করেন।
অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপ-পরিচালক অপূর্ব অধিকারী ।