Take a fresh look at your lifestyle.

‘মটর সাইকেল’র বেপরোয়া গতির’ কারনে প্রান গেল দুই বন্ধুর

৩০

নিজস্ব প্রতিবেদক:  বরিশাল নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের গেট সংলগ্ন রেনেটা অফিসের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুদীপ্ত সাহা গোপাল (২৪) নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে এবং অন্তু সাহা হৃদয় (২৪) একই এলাকার ব্যবসায়ী দিলীপ সাহার ছেলে। গোপাল সৈয়দ হাতেম আলী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং অন্তু ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন জানান, দ্রুত গতিতে টিভিএস কোম্পানীর এ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল চালিয়ে রুপাতলীর দিকে যাচ্ছিলেন গোপাল। তার পিছনে বসা ছিলো অন্তু। রেনেটা অফিসের সামনে একটি লাইট পোস্টের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হয় গোপাল।

পরে স্থানীয়রা উদ্ধার করে অন্তুকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বসে অন্তুরও মৃত্যু হয়।

মরদেহ দুইটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং দুমরে মুচরে যাওয়া মোটরসাইকেলটি আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

Leave A Reply

Your email address will not be published.