Take a fresh look at your lifestyle.

মাদকসহ গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা

১৩

নিজস্ব প্রতিবেদকঃ মাদকসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা আবিদ হাসানকে গ্রেপ্তার করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

২৫ডিসেম্বর, বুধবার দুপুরে নগরীর ত্রিশগোডাউন এলাকায় অভিযান চালিয়ে আবিদ কে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা আবিদ হাসানকে মাদকসহ (গাঁজা) গ্রেফতার শেষে পাঁচ দিনের কারাদন্ড- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।তথ্যটি নিশ্চিত করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক পরিতোষ কুমার কুন্ড।

জানাগেছে,গ্রেফতার আবিদ হাসান ববির ৫ম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী। আবিদ হাসান ছাত্রলীগের ববি শাখার নেতা ও স্থানীয় যুবলীগ নেতা অসীম দেওয়ানের অনুসারী।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক পরিতোষ কুমার কুন্ড জনান, ত্রিশ গোডাউন এলাকায় অবস্থানের সময় সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করে। তল্লাশিতে তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ মাদক পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি স্বীকার করেন। আমাদের নিয়মিত অভিযানে তিনি আটক হয়েছে। তারপর উপস্থিত বিচারক তাকে কারাদন্ড- দিয়ে জেলহাজতে পাঠিয়ে দেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.