নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের মুলাদীতে কলেজ ছাত্রকে হত্যায় দায়েরকৃত মামলার প্রধান আসামি শাওন শরীফকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব ৮।
শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর পল্টন চৌরাস্তার মোড় জাফরানি বিরিয়ানি হাউজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকালে র্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় বান্ধবী রিপা আক্তারের বিবাহের গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ইউসুফ আলী। গায়ে হলুদ অনুষ্ঠান শেষ করে বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে রাত ১২টার দিকে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে শাওন শরীফ এবং তার সহযোগীরা মিলে ইউসুফ আলীকে কুপিয়ে হত্যা করে মুলাদী থানাধীন চরপদ্মার মেলকার বাড়ীর পাশের রাস্তার উপর ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে নিহতের পিতা বাবুল মীর বরিশাল জেলার মুলাদী থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র্যাব-৮ ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে। র্যাব-৩ ও র্যাব ৮ যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামীকে গ্রেপ্তার করে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। আসামীকে বরিশাল জেলার মুলাদী থানায় হস্তান্তর করা হয়।