নিজস্ব প্রতিবেদক:
বরিশালের মুলাদীতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মনির হাওলাদার (৩২) মুলাদী একটি বাস কাউন্টারের টিকেট বিক্রেতা ও কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর চরকমিশনার গ্রামের ছালাম হাওলাদারের ছেলে।
২৪মে, মঙ্গলবার সকালে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর চরকমিশনার গ্রামের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান। তিনি বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিলের মধ্যে থেকে ঐ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ কাজ করছে।