নিজস্ব প্রতিবেদকঃ যথাযথ মর্যাদায় বরিশালে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের দপ্তরের সামনে শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলকে শ্রদ্ধা নিবেদন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি, বরিশাল সিটি কপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। একই স্থানে শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপির নেতাকর্মীরা।
নগরীর ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ৭১ স্মৃতি স্তম্ভে সকালে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।