রণাঙ্গনের বীর বিক্রম, এমএ হককে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গৌরনদীর উপজেলার কৃতিসন্তান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এমএ হক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে বরিশাল বিভাগের ভোলা জেলায় যুদ্ধ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন বর্তমানে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।
বিষয়টি যানতে পেরে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার আজ ১৮ আগস্ট,বৃহস্পতিবার সাকালে ঢাকার হাজারীবাগ স্বপ্ন ডাঙ্গা আবাসিক এলাকায় বীর মুক্তিযোদ্ধা এমএ হক এর নিজ বাসভবনে সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস এর মাধ্যমে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা প্রদান করেন।
এসময় সহকারী কমিশনার জেলা প্রশাসকের পক্ষে বীর মুক্তিযোদ্ধার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার হাতে ৫০ হাজার টাকার অর্থ সহায়তা তুলে দেন।
জেলা প্রশাসকের এই সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা এমএ হক, বীর বিক্রম।