বরিশালে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ৩ ফেব্রুয়ারি,শুক্রবার সকাল ১০ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা পর্যায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা তালুকদার মোঃ ইউনুস, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল প্রফেসর শাহ সাজেদা, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল রয়া ত্রিপুরা, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হোসেন আহাম্মেদসহ বরিশাল জেলার ১০ টি উপজেলার শিক্ষক শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে জাতির সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।