বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
শনিবার দুপুরে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এখানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস।
সাদিক আব্দুল্লাহ বলেন, পনেরই আগস্টে হত্যাকান্ড ঘটিয়ে খুনিরা বসে নেই। ওদিন বেঁচে থাকা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে এখন আবার তাকে হত্যার হুমকি দেয়া মানে দেশকে পুনরায় অস্থিতিশীল করে পিছিয়ে দেয়া। তবে আমরা রাজপথে আছি, এসব হুমকী রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবো।
সমাবেশের পর এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।