অনলাইন ডেস্ক : ঈদযাত্রার ষষ্ঠ দিনের ট্রেনের ৩১ হাজারের বেশি টিকেট বিক্রি হয়েছে। আগামী ৮ এপ্রিলের পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৮৯০ টি টিকেটের মধ্যে ১৫ হাজার ২০০ বিক্রি হয়ে গেছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সহজ.কমের চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ দেবনাথ বাংলানিউজকে এ তথ্য জানান৷
তিনি বলেন, এ দিনের পশ্চিমাঞ্চলের টিকিট পেতে রেল সেবা অ্যাপে প্রথম আধা ঘণ্টাতেই (সকাল ৮ থেকে সাড়ে আটটা) হিট পড়েছে ১ কোটি ২৮ লাখ।
অন্যদিকে পূর্বাঞ্চলের টিকিট পেতে রেল সেবা অ্যাপে প্রথম আধা ঘণ্টাতেই (সকাল ৮ থেকে সাড়ে আটটা) হিট পড়েছে ৯৬ লাখ। পূর্বাঞ্চলের ১৬ হাজার ৬৯৬ টি টিকিটের মধ্যে ১৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।
একটি টিকিটের জন্য গড়ে ৫০০ জনের বেশি যাত্রী চেষ্টা করছেন।
এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে৷ ঈদ উপলক্ষে এ অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে৷
এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে৷ ঈদযাত্রাকে সুষ্ঠু রাখার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি৷