Take a fresh look at your lifestyle.

সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান- নবাগত কমিশনার

১৭

নিজস্ব প্রতিবেদকঃ সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত নবাগত কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

৩০ সেপ্টেম্বর,সোমবার সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এ কথা বলেন তিনি। 

সভায় পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা সহ আমরা আপনাদের নিকট থেকে ইতিবাচক সহায়তা চাই। আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই। আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সকল গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ আমরা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও বলেন,বরিশাল নগরীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ  কাজ করবে পুলিশ। এবং কোন মাদক কারবারীর ঠাই হবেনা নগরীতে। মাদক করবারীদের সকলকে আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত সমাজ ও নিরাপদ নগরী গড়তে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।

এ সময় মতবিনিময়কালে সাংবাদিকরা সামগ্রিক আইনশৃঙ্খলা সহ সংশ্লিষ্ট সকল বিষয়ে তাদের মতামত তুলে ধরেন সভায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত,উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস) মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Auto House

Leave A Reply

Your email address will not be published.