নিজস্ব প্রতিবেদকঃ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধবাহী জাহাজ বানৌজা বরকত প্রদর্শনী করা হয়েছে।
২০নভেম্বর,বৃহস্পতিবার বরিশাল বিআইডব্লিউটিসি-এর ঘাটে দুপুুর ২টা থেকে ৫টা পর্যন্ত জনসাধারণের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত করা হয়।
এসময় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যুদ্ধ জাহাজ পরিদর্শন করে। এ সময় বানৌজা বরকতের কর্মরত সদস্যরা পরিদর্শনকারীদের যুদ্ধ জাহাজ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। বিশেষ করে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা জাহাজটি ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যদের কাছ থেকে। আর এভাবে জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেছেন তারা। আবার অনেকেই তাদের পরিবার ও শিশু-সন্তানদের নিয়েও জাহাজ দেখতে আসেন।
বানৌজা বরকত যুদ্ধ জাহাজের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট কমান্ডার মঞ্জুর হোসেন জানান, অপরেশনাল কর্মকান্ড পরিচালনা করার রক্ষার্থে বানৌজা বরকতে রয়েছে উন্নত প্রযুক্তির অস্ত্র। এর মধ্যে অত্যাধুনিক ২টি ৩৭ মি. মি. শীপস বর্ন অটোমেটিক নেভাল গান, ২টি টুইন ব্যারেল ২৫ মি. মি. গান এবং বিভিন্ন প্রকারের মাইন রয়েছে। এই অত্যাধুনিক অস্ত্রের গোলার ওজন দেড় কেজিসহ এর কার্যকরী রেঞ্জ ৩ হাজার ৫১৫ মিটার। যা মিনিটে ১০০ রাউন্ড থেকে ১৮০ রাউন্ড গোলা ছোড়ার সক্ষমতা বরকেতের রয়েছে।
বানৌজা বিএনএস বরকত অপরেশন ট্রেজারশিল্ড, অপরেশন নির্মূল, জাটকা নিধন প্রতিরোধ অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, বিশেষ কম্বিং অপরেশন স্কোয়াড্রন ওয়ার্কআপ, টিজি ওয়ার্কআপ, সী এক্সারসাইজ প্রোগ্রাম ও ঘূর্ণিঝড় পরবর্তী সার্চ এন্ড রেসকিউ অপরেশন করে থাকে। বিএনএস বরকতে বিভিন্ন প্রর্যায়ের ৮০ জন নৌ সদস্য সার্বক্ষণিক কর্মরত থাকাসহ এর স্পীড ২৫ নটিক্যাল মাইল।