Take a fresh look at your lifestyle.

সাকুরা পরিবহনের বাসের চাপায় স্ত্রী সহ সেনা সদস্য নিহত

৩৪

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ এলাকায় সাকুরা পরিবহনের বাসের চাপায় স্বামী-স্ত্রী দুজন নিহত হয়েছেন।

১৭ জানুয়ারি,শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ দুধলমৌ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লেবুখালী সেনানিবাসের ল্যান্স করপোরাল মো. বুলবুল এবং তার স্ত্রী হোসনে আরা। দুর্ঘটনায় তাদের আড়াই মাস বয়সী সন্তান আদিয়ান গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় এক প্রত্যক্ষদশী জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে সেনা সদস্য মোটর সাইকেলযোগে সেনানিবাসের দিকে যাচ্ছিলো। তখন পটুয়াখালী থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়া সাকুরা পরিবহনের বাসের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে সেনা সদস্য ও তার  স্ত্রীর মৃত্যু হয়।

ওই প্রত্যক্ষদর্শী আরো জানান, দুর্ঘটনার পর বাস রাস্তার মাঝে রেখে চালক ও সহকারীরা পালিয়ে গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, সেনা সদস্য পরিবার নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময়ে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.