Take a fresh look at your lifestyle.

সাবেক বিসিসি মেয়র আহসান হাবিব কামালের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক

১২৩

 

বরিশাল সি‌টি করপোরেশনের  সাবেক মেয়র আহসান হা‌বিব কামাল ই‌ন্তেকাল করেছেন ।

শ‌নিবার রাত ১১টায় রাজধানীর বনানীর বাস ভবনে তি‌নি শেষ নি:শ্বাস ত‌্যাগ ক‌রেন।

তার বয়স হ‌য়ে‌ছি‌লো ৬৮ বছর। মৃত‌্যুকা‌লে তি‌নি স্ত্রী, এক ছে‌লে ও এক মেয়ে  রেখে  গেছেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আহসান হা‌বিব কামা‌লের ছে‌লে কামরুল আহসান রুপম।

তি‌নি জানান, `বাবা কিডনিজনিত অসুস্থতায় রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে ১৪ দিন চি‌কিৎসাধীন ছি‌লেন। শুক্রবার তা‌কে বনানীর বাসায় নি‌য়ে আসা হয়। শ‌নিবার রা‌তে হঠাৎ ক‌রে অসুস্থ হ‌য়ে পড়‌লে রাত ১১টায় বাসায় ব‌সেই মারা যান তি‌নি।

তি‌নি জানান, রা‌তেই ব‌রিশা‌ল নগরীর কালুশাহ সড়‌কের বাসায় নেওয়া হ‌বে বাবার মর‌দেহ। তারপর সেখা‌নে ব‌সেই জানাযার সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

আহসান হা‌বিব কামাল ব‌রিশাল দ‌ক্ষিণ জেলা বিএন‌পি সা‌বেক সভাপ‌তি ও কেন্দ্রীয় বিএন‌পির সা‌বেক মৎস‌্যজীবী বিষয়ক সম্পাদক। এছাড়াও ব‌রিশাল পৌরসভার সা‌বেক চেয়ারম‌্যান ছি‌লেন তি‌নি।

Auto House

Leave A Reply

Your email address will not be published.