নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগে দলটির পক্ষ থেকে নাম জমা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
তবে তালিকায় কাদের নাম রয়েছে, সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।
এ বিষয়ে সায়েম খান রাইজিংবিডিকে বলেন, নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নামের তালিকা চাওয়া হয়েছে। সেই অনুযায়ী অনধিক দশ জনের নামের তালিকা জমা দেওয়া হয়েছে।