Take a fresh look at your lifestyle.

সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াতে বরিশালে বাসদের ত্রাণ তহবিল সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক:

২১
সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াতে বরিশালে  ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বাসদের বরিশাল শাখার নেতৃবৃন্দ।
সোমবার  সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বর থেকে সিলেটের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সম্মিলিত ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
অশ্বিনী কুমার হলচত্বরে ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলার সদস্য গোলাম রসুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম, রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা সংগঠক বিজন শিকদার, বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলার সংগঠক হাফিজুর রহমান রাকিব প্রমুখ।
পরবর্তীতে প্রায় ৫০ সদস্যবিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজার, কাটপট্টি, বাজার রোড, পোর্ট রোড, হাটখোলাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিলেটের বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ করা হয়। এই তহবিল থেকে সিলেটে বাসদ পরিচালিত আশ্রয়কেন্দ্রে প্রস্তুতকৃত খাবার সরবরাহে কমিউনিটি কিচেনে খাদ্যসহায়তা দেয়ার জন্য ও শুকনা খাবার সরবরাহে সহযোগিতা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.