নিহতের নাম মাহফুজ আহমেদ বাবু। ২৩ বছরের বাবুর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালি গ্রামে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
দাম্মাম আল হাসা মহাসড়কের দ্বিতীয় শিল্পাঞ্চল এলাকায় মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাহফুজ আহমেদ বাবু। ২৩ বছরের বাবুর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালি গ্রামে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল।
তিনি বলেন, ‘ইব্রাহিম হোসেনের তিন ছেলে সৌদিতে থাকে। বাবু প্রায় ৬ বছর আগে সৌদিতে যান। সেখানে একটি কোম্পানির গাড়ি চালাত। মঙ্গলবার বিকেলে দাম্মাম আল হাসা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে বাবুর গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান।
‘এ সময় তার সহকর্মী গুরুতর আহত হন। তাকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি আশঙ্কামুক্ত।’
বাদল আরও বলেন, ‘মরদেহ দাম্মাম মেডিক্যাল কমপ্লেক্সের মর্গে আছে। তার বড় ভাই মরদেহ দেশে আনার চেষ্টা করছেন।