নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র স্নাতক পরীক্ষা শেষ করে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছে।
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দুধ দিয়ে গোসল করেন এই শিক্ষার্থী।
গণিত বিভাগে অধ্যয়নরত (২০১৬-১৭ সেশন) ওই শিক্ষার্থীর নাম মো.আসাদ রেজা অনিক। স্নাতক ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পর দুধ দিয়ে গোসলের একটি ভিডিও বুধবার সন্ধ্যায় তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তিনি তার ফেসবুক ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া!পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসলের মাধ্যমে অর্নাস শেষ করলাম৷ স্মৃতি হয়ে থাকবে৷
এদিকে ফেইসবুক গ্রুপে তার ভিডিওটি পোস্ট করা হলে কমেন্টে পক্ষে – বিপক্ষে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।আপদ থেকে মুক্ত হয়েছেন এমন মন্তব্য করেছেন কয়েকজন।##