নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজে স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন অংশীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯ জানুয়ারি,বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ এর সভাকক্ষে এ সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কার কমিশনের সদস্য এম এম রেজা বলেন, সবার দায় রয়েছে স্বাস্থ্য খাতের পরিবর্তন আনতে। দীর্ঘদিনের জটিলতা যা একদিনে বদলে দেওয়া সম্ভব নয়।স্বাস্থ্য খাতে সংস্কারের জন্য অংশীজনদের সহযোগিতার কামনা করে তিনি অংশীজনদের কাছ থেকে পাওয়া মতামত প্রধান উপদেষ্টার বরাবরে উত্থাপন করার কথাও জানান।
সভায় বিভাগীয় প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তি পাশাপাশি বিভাগের ছয় জেলার সিভিল সার্জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক থেকে উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। একই সাথে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা মত প্রকাশ করেন।
স্বাস্থ্য সুবিধা প্রাপ্তির বেলায় অপ্রতুলতা, হয়রানি আর যে-সব ক্ষেত্রে বঞ্চিত হতে হয় সে কথা তুলে ধরেন সেবা গ্রহিতারা।আর চিকিৎসকরা তাদের মত প্রকাশের সময় বিশেষ করে লোকবলের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ সংকটের কথা বলেন।