Take a fresh look at your lifestyle.

হরিজন সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ

৪৪

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার বংশালে মিরনজিল্লা পল্লীতে হরিজন সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে বরিশালের প্রগতীশীল নাগরিকবৃন্দ।

১১ জুলাই,বৃহস্পতিবার বিকেল ৫টায়, বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লেখক কাজল দাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন ছাত্রনেতা হুজাইফা রহমান।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বরিশাল সংস্কৃতি সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়, গণসঙ্গতি আন্দোলন বরিশাল জেলা শাখার সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, ক্যাপ বরিশাল জেলার সভাপতি হীরণ কুমার দাস মিঠু, যুব সংগঠক কিশোর চন্দ্র বালা, কবি ও লেখক অপূর্ব গৌতম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ-সাধারণ সম্পাদক বরিশাল মহানগরের জয়ন্ত কুমার দাস, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার সহ সভাপতি হাসিব আহমেদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার সংগঠক মেহেদী হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ সংসদের সংগঠক অর্ণব রায়।

সভায় বক্তারা বলেন- রাষ্ট্রপক্ষের প্রতিনিধি নির্বাহী মেজিস্ট্রেটের উপস্থিতিতে কাউন্সিলরের নির্দেশে এ হামলা চালানো হয়। অবিলম্বে হামলাকারিদের বিচার ও হরিজনদের স্থায়ী পূনর্বাসনের দাবী জানান বক্তারা।

 

Leave A Reply

Your email address will not be published.