Take a fresh look at your lifestyle.

হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সচেতন করতে মাঠে নেমেছে ট্রাফিক বিভাগ

বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’

২৪

স্টাফ রিপোর্টার: বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে নেমেছে বিএমপির ট্রাফিক পুলিশ।

শনিবার (১৮ মে) সকাল ১১ টায় বরিশাল নগরীর সাগরদী এলাকার মেসার্স ডোস্ট ট্রেডার্স ফিলিং স্টেশন ও এলপিজি কনভারসন সেন্টারে এ অভিযানের উদ্বোধন করেন বিএমপির ট্রফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা।


এসময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিএমপির ট্রফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে বিএমপির ট্রাফিক পুলিশ। হেলমেট ছাড়া জ্বালানি দেওয়া হবে না।পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না,আমাদের এ অভিযান চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,বিএমপির ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম,টি আই পল্লব,সার্জেন্ট জাকির,পুলিশ সদস্য সোহেল সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.