Take a fresh look at your lifestyle.

১৫ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী

২২

নিজস্ব প্রতিবেদকঃ ১৫ বছর পালিয়ে থাকার পর ট্রিপল মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শামিম কে গ্রেপ্তার করেছে বরিশাল কোতায়ালী মডেল থানা পুলিশ।

২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

ওসি মিজানুর রহমান জানান,২০০৯ সালের ২০ এপ্রিল বরিশাল নগরীর দপ্তর খানার সেলিম কমিশনারের বাসার অপরদিকে মা, ভাবি ও মাতৃগর্ভে থাকা নবজাতক এই ত্রিপল হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ বছর পালিয়ে থাকার পর ঢাকার মধ্যবাড্ডা থেকে বুধবার গভীর রাতে ফাঁসির দন্ডপ্রাপ্ত শামিম আহমেদ ধলু (৫০) কে গ্রেফতার করেছে বরিশাল কোতায়ালী মডেল থানা পুলিশ।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দে জানান, প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় মা সুফিয়া বেগমকে হত্যা করে শামিম। মাকে হত্যার দৃশ্য দেখে ফেলায় সাত মাসের অন্তঃস্বত্ত্বা ভাবি শিমু আক্তারকেও হত্যা করে। হত্যার বিচার চেয়ে শিমু আক্তারের বাবা আজিজ মল্লিক ঘটনার চার দিন পর কোতয়ালী মডেল থানায় মামলা করেন। এ ঘটনায় আদালত ২০১১ সালের ২৪ নভেম্বর শামিমকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর নির্দেশ দেন।

এসআই খোকন আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি এত দিন ছদ্মবেশ ধারণ করে ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মামলার বাদী আজিজ মল্লিক বলেন, আমার মেয়ে অন্তঃস্বত্ত্বা ছিল। এরপর শামিম ভূয়া জামিননামা তৈরি করে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে ১৪ বছর পালিয়ে থাকে। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করায় ধন্যবাদ জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.