Take a fresh look at your lifestyle.

মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।

১০১

 

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মেহেন্দিগঞ্জের বাস্তবানে প্রাণিসম্পদ প্রদর্শনী ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অনুষ্ঠিত হয়েছে।

 

২ মার্চ ,  বুধবার বেলা ১১ টায় সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গ‌নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরনবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত   ছিলেন বরিশাল ০৪ আসনের সাংসদ  পংকজ দেবনাথ এমপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, খোরশেদ আলম বুলু উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান রহমান বিনতে শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে ৫০ টি স্টলে ২৫ টি ষাড় ও গাভী ছিল। এছাড়াও মেলাতে হাঁস-মুরগি উন্নত-জাতের-ছাগল বিশেষ পাখি কবুতর ,টার্কি, তিত মুরগী দেখতে পাওয়া যায় । অনুষ্ঠান শেষে বিজয়ী খামারিদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

Auto House

Leave A Reply

Your email address will not be published.