স্টাফ রিপোর্টার: সীমানা জটিলতায় নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা থাকায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২২ নম্বর ওয়ার্ডের শূন্যপদে উপনির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি।
তিনি বলেন, বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মাজাহারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিতে ওই ওয়ার্ডের শূন্যপদে উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কারণ সীমানা জটিলতায় নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে। তাই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।