অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের কিনারায় শুক্রবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সকালে শিল্পাচার্য জয়নুল উদ্যানে আসা লোকজন ব্রহ্মপুত্র নদের কিনারায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ নগরে ব্রহ্মপুত্র নদের কিনারা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিকশা-চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিল্পাচার্য জয়নুল উদ্যান সংলগ্ন নদের কিনারা থেকে শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে শিল্পাচার্য জয়নুল উদ্যানে আসা লোকজন ব্রহ্মপুত্র নদের কিনারায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যার পর মরদেহটি ফেলে রাখা হয়।
ওসি মাইন উদ্দিন আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাকে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।