Take a fresh look at your lifestyle.

‘শর্তহীন সংলাপে যারা আসবেন, তাদের স্বাগত’

ব্রিটিশ হাই কমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী

১১

অনলাইন ডেস্ক: শর্তহীনভাবে সংলাপে বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শর্তহীনভাবে যারা সংলাপ করতে আসবেন, তাদের স্বাগত।

বুধবার (০১ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত বৃটেনের হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাহ কুক (বৃটেনের হাইকমিশনার) সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি। সারাহ কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে। আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।

আমাদের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা আধুনিক ট্রেনিং দিয়ে সহযোগিতা করবেন বলে জানান মন্ত্রী।

বাসে আগুন দেওয়া বিএনপির পুরনো অভ্যাস উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ২০১৪ সালে তারা যা করছে, এখন আবার সেটাই শুরু করেছে। বিএনপির বাসে আগুন দেওয়া পুরনো প্র্যাকটিস। রাস্তায় গাড়ি চলছে। সবই স্বাভাবিক চলছে। এর মধ্যেও যেটুকু সহিংসতা হচ্ছে, সেটা বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

Leave A Reply

Your email address will not be published.